রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন এলাকার জনজীবন। আক্রান্ত শহরগুলোর মধ্যেও ইউক্রেনের রাজধানী কিয়েভও আছে। সেই যুদ্ধাবস্থার মধ্যেই কিয়েভ সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আকস্মিক এই ভ্রমণে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঘুরে বেরিয়েছেন বরিস জনসন। এসময় পথচারীদের সাথে কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইউক্রেনের পাশে দাঁড়ানোর পদক্ষেপ হিসেবে শনিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া।

সূত্র: বিবিসি