নিউইয়র্কের সাবওয়েতে হামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের ধারণা, এই অভিযুক্তই সাবওয়ের ট্রেনে গুলি চালিয়েছিল ও স্মোক বোমা ছুড়েছিল। গুলি ও ধোঁয়ায় ২৩ জন আহত হন। এই ঘটনার পরই কর্তৃপক্ষ জানিয়েছিলেন, অভিযুক্তকে ধরার চেষ্টা হচ্ছে। মানুষ যেন সাবধানে থাকেন।

পুলিশ জানায়, বুধবার অভিযুক্তকে ম্যানহাটনে দেখা যায়। তিনি একটি ম্যাকডোনাল্ডসের দোকানে ঢুকেছিলেন। একজন তাকে চিনতে পেরে পুলিশকে জানায়। পুলিশ তারপর রাস্তা থেকে তাকে ধরে। তবে অভিযুক্ত নিজেই পুলিশকে ফোন করে এবং জানায় তাকে ধরতে গেলে কোথায় আসতে হবে।

ওই ব্যক্তিতে গ্রেফতারের পর নিউইয়র্ক শহরের মেয়র বলেন, আমরা অভিযুক্তকে ধরতে পেরেছি।

ঘটনার পরই আক্রমণকারী পালিয়েছিলেন। কিন্তু তিনি প্রচুর সূত্র রেখে গিয়েছিলেন। সেই সূত্র ধরেই পুলিশ তাকে ধরে বলে দাবি করা হয়েছে। যে হ্যান্ডগানটি তিনি ব্যবহার করেছিলেন, সেটিও ঘটনাস্থলেই ফেলে রেখে গিয়েছিলেন। এছাড়া গুলি, স্মোক গ্রেনেড, গ্যসোনিলও তিনি ফেলে যান।