২১ বছর আগে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জের ভৈরব থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে তাকে কিশোরগঞ্জের দুই নস্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জে ভৈরব থেকে জঙ্গি মুফতি শফিকুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

জানা গেছে, ২০০১ সালে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মুফতি শফিকুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ভৈরব থানায় পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মুফতি শফিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী পশ্চিম পাড়া গ্রামে। তার বাবার নাম মরহুম মৌলভী শিশু মিয়া।