আশি ও নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সংগীত এখনও মানুষের মনে আগ্রহ তৈরি করে। তরুণ প্রজন্মের কাছে সেসব গানকে ভিন্নমাত্রায় ছড়িয়ে দিতে বিটিভিতে ঈদুল ফিতর উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ, রেনেসাঁ, ডিফারেন্ট টাচ ও অবসকিউর। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মমরেজ।
প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘সেই সময়কার ব্যান্ডসংগীতগুলো সবার কাছে আজও ভীষণ প্রিয়। এখনকার তরুণ প্রজন্মের মাঝে সেই গানের রেশ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ এই আয়োজন করা হয়েছে।’
পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ। সেই আনন্দের মাত্রাকে বাড়াবে এই ব্যান্ড শো। আমাদের সময়কার গান তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার এই সুযোগ সত্যিই দারুণ।’
ঈদ অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে।