দীরà§à¦˜ à¦à¦•à¦®à¦¾à¦¸ সিয়াম সাধনার পর ধরà§à¦®à§€à§Ÿ à¦à¦¾à¦¬à¦—ামà§à¦à§€à¦°à§à¦¯ পরিবেশে যà§à¦•à§à¦¤à¦°à¦¾à¦·à§à¦Ÿà§à¦°à§‡à¦° মিশিগানে পবিতà§à¦° ঈদà§à¦² ফিতর পালন করেছেন পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€ বাংলাদেশিরা। সোমবার (২ মে) ঈদের দিন মিশিগানের আকাশ মেঘাচà§à¦›à¦¨à§à¦¨ থাকায় পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¦°à¦¾ ঈদ নামাজ আদায় করেন মসজিদে।
বাংলাদেশি পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¦¦à§‡à¦° পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ িত ১৫টি মসজিদে ২৯টি জামাত অনà§à¦·à§à¦ িত হয়েছে। সকাল à§à¦Ÿà¦¾ থেকে ১০টার মধà§à¦¯à§‡ ঠজামাতগà§à¦²à§‹ অনà§à¦·à§à¦ িত হয়। à¦à¦¸à¦¬ জামাতে পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€ নানা শà§à¦°à§‡à¦£à¦¿-পেশার মানà§à¦·à§‡à¦° মহামিলনে রূপ নেয়। à¦à¦›à¦¾à§œà¦¾ বেশ কয়েকটি মসজিদে জামাতে মহিলাদের নামাজ আদায়ের বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ ছিল। অনেক মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦°à¦¾ ডিয়ারবন ও টà§à¦°à§Ÿ শহরে গিয়ে আতà§à¦®à§€à§Ÿ-সà§à¦¬à¦œà¦¨à§‡à¦° কবর জিয়ারত করেন।
নামাজের পর মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦°à¦¾ à¦à¦•à§‡ অপরের সঙà§à¦—ে কোলাকà§à¦²à¦¿ করে ঈদ শà§à¦à§‡à¦šà§à¦›à¦¾ বিনিময় করেন। à¦à¦°à¦ªà¦° আতà§à¦®à§€à§Ÿ-সà§à¦¬à¦œà¦¨ ও বনà§à¦§à§-বানà§à¦§à¦¬à¦°à¦¾ à¦à¦•à§‡ অপরের বাড়িতে গিয়ে ঈদ আননà§à¦¦ à¦à¦¾à¦—াà¦à¦¾à¦—ি করেন নেন। à¦à¦•à¦¤à§à¦°à§‡ বিপà§à¦² সংখà§à¦¯à¦• মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦° ঈদের নামাজ আদায়ের বিষয়টি à¦à¦¿à¦¨à¦¦à§‡à¦¶à¦¿à¦¦à§‡à¦° বিশেষà¦à¦¾à¦¬à§‡ আকৃষà§à¦Ÿ করেছে।
à¦à¦¦à¦¿à¦•à§‡ ঈদের দিনে করà§à¦®à¦¦à¦¿à¦¬à¦¸ ছিল মিশিগানে। তবে বেশির à¦à¦¾à¦— মà§à¦¸à¦²à¦¿à¦® করà§à¦®à¦œà§€à¦¬à§€à¦°à¦¾ পরিবারের সঙà§à¦—ে ঈদ আননà§à¦¦ উপà¦à§‹à¦— করতে সà§à¦¬à§‡à¦šà§à¦›à¦¾à§Ÿ ছà§à¦Ÿà¦¿à¦¤à§‡ ছিলেন। শিকà§à¦·à¦¾à¦ªà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান খোলা থাকলেও ছাতà§à¦°à¦›à¦¾à¦¤à§à¦°à§€à¦°à¦¾ সà§à¦•à§à¦²-কলেজে না গিয়ে অà¦à¦¿à¦à¦¾à¦¬à¦•à¦¦à§‡à¦° সঙà§à¦—ে ঈদ করেছেন। অপরদিকে ঈদের দিনেও ছà§à¦Ÿà¦¿ না পাওয়ায় অনেক করà§à¦®à¦œà§€à¦¬à§€à¦° ঈদ কেটেছে নিরাননà§à¦¦à§‡à¥¤
সরেজমিনে ওয়ারেন শহরের মসজিদ আল-ফাতাহতে দেখা যায়, দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ জামাতে মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦¦à§‡à¦° উপচেপড়া à¦à¦¿à§œà¥¤ মসজিদের à¦à§‡à¦¤à¦°à§‡ জায়গা না হওয়ায় মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦°à¦¾ গাড়ির পারà§à¦•à¦¿à¦‚ লটে খোলা আকাশে ঈদà§à¦² ফিতরের নামাজ আদায় করেন। সিটি পà§à¦²à¦¿à¦¶ মসজিদের দà§à¦‡ পà§à¦°à¦¬à§‡à¦¶à¦®à§à¦–ে টà§à¦°à¦¾à¦«à¦¿à¦• কনà§à¦Ÿà§à¦°à§‹à¦² করে সহযোগিতা করে। পরে নামাজ শেষে মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦¦à§‡à¦° মাà¦à§‡ মিষà§à¦Ÿà¦¿ বিতরণ করা হয়।
জানা যায়, ঠমসজিদে ৩টি জামাত হয়েছে। à¦à¦¤à§‡ ইমামতি করেন হাফেজ আবà§à¦¦à§à¦² বাছিত, হাফেজ আহমেদ মিনহাজ।
ওয়ারেনের শো পারà§à¦•à§‡ খোলা আকাশের নিচে জামাতের বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ করেছে মসজিদ দারà§à¦² কোরআন কমিটি। মেঘলা আকাশ ও ঠানà§à¦¡à¦¾ দিন থাকাতেও পà§à¦°à¦šà§à¦° মানà§à¦· জড়ো হয়েছেন নামাজে। খà§à¦¬ গোছানো বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾à§Ÿ মà§à¦—à§à¦§ মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦°à¦¾à¥¤ à¦à¦–ানেও নামাজ শেষে মà§à¦¸à¦²à§à¦²à¦¿à¦¦à§‡à¦° মাà¦à§‡ মিষà§à¦Ÿà¦¿ বিতরণ করা হয়।
মসজিদ কমিটির মোহামà§à¦®à¦¦ আলী বলেন, দারà§à¦² কোরআন মসজিদের উদà§à¦¯à§‹à¦—ে দà§à¦Ÿà¦¿ জামাত অনà§à¦·à§à¦ িত হয়।
মসজিদ নà§à¦°, বায়তà§à¦² মোকারম, মসজিদ আই ইউ না, মসজিদ আল ইসলাহসহ অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯ মসজিদে à¦à¦•à§‡à¦° অধিক জামাত অনà§à¦·à§à¦ িত হয়েছে। বায়তà§à¦² মোকারম মসজিদে পà§à¦°à¦¥à¦® জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আহমদ কাসেম।