ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এর আগেও সতর্ক করেছে মস্কো। ইউক্রেনের জন্য ন্যাটোর পাঠানো অথবা প্রবেশমুখী যেকোনও সামরিক চালান রাশিয়ার বৈধ লক্ষ্য হবে বলে সতর্ক করলেন শৌইগু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্মেলনে শৌইগু বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো ইউক্রেনে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এই যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। এ নিয়ে মস্কো বলছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহে পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে সহযোগিতা বন্ধের আহ্বান জানায় দেশটি। এমন সতর্কবার্তা উপেক্ষা করে সম্প্রতি সামরিক ও মানবিক সহায়তা পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি, আল জাজিরা।