ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলা থেকে আসা ১১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও নির্বাচিত হওয়ার ঘটনাও রয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তাদের মধ্যে বিজয়ী দম্পতি হলেন— নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর মুজিবুর রহমান জসিম এবং একই বারার বেকটন ওয়ার্ড থেকে জসিমের স্ত্রী তিনবারের সাবেক কাউন্সিলর রহিমা রহমান। জসিম কুলাউড়ার সন্তান এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এছাড়াও নির্বাচিত হয়েছেন ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র সদর উপজেলার জিলানী চৌধুরীম, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার খ্যাতনামা শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান জুন, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সাঈদা চৌধুরী এবং কার্ডিফ থেকে জেসমিন চৌধুরী ও পুনর্নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. ফিরুজের কন্যা বাবলিন মল্লিক।