ঈদ পালন শেষে কর্মস্থলগামী মানুষের চাপ গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সোমবার (৯ই মে) সকালে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি অপেক্ষাকৃত ছোট ছিল।

সরেজমিন দেখা যায়, সোমবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের চৌধুরী ওয়াজেদ আলী টেকনিক্যাল কলেজ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পর্যন্ত নদী পারের অপেক্ষায় দীর্ঘ সারিতে আটকে আছে বিভিন্ন যানবাহন। যা রোববার মধ্য রাত পর্যন্ত অন্তত ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল।

এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় কিছু পন্যবাহি ট্রাক সিরিয়ালে পুলিশ আটকে রেখেছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নৌরুটে ২১ ফেরি চলাচল করছে। কর্মস্থলগামী মানুষের চাপ কমে যাওয়ায় আজ (সোমবার) বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।