বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেছে আইফোন-১৪ এর ডিজাইন ও যাবতীয় তথ্য। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে এ খবর। এরমধ্যে দাম, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে তথ্যের সত্যতাও পাওয়া গেছে।

বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৪ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।

তথ্য ফাঁস হয়েছে সিরিজের ৪টি ফোনের মধ্যে আইফোন ১৪ সোনালী রঙের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো তিনটি কালার থাকবে। ফোনের নকশায় থাকছে হালকা পরিবর্তন। ফোনটিতে একটি পিল-আকৃতির কাটআউট এবং ফেসআইডি সেন্সর এবং সেলফি ক্যামেরার জন্য একটি নতুন নকশা করা হয়েছে।

আইফোন প্রো মডেলটি আগের মডেলের তুলনায় পাতলা বেজেল বৈশিষ্ট্যযুক্ত হবে। আইফোন ১৩ প্রো সিরিজের দাম লাখ টাকা। কিন্তু সে তুলনায় চার্জিং পদ্ধতি একদমই উন্নত নয়। মাত্র ২০ড দ্রুত চার্জিং সম্ভব। তবে আশা করা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে সেই দিকেও উন্নতি হবে।
ব্লুমবার্গের অ্যাপল গুরু মার্ক গুরম্যান দাবি করেছেন, অ্যাপল তার আসন্ন আইফোন আগের চেয়ে ২০০ ডলার কমে বিক্রি করবে। ১০৯৯ থেকে ১১৯৯ ডলারের মধ্যে থাকবে চারটি সংস্করণের মূল্যই।