সরকারের পদত্যাগ দাবি না করে বিএনপি নেতাকর্মীদের পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ বৃহস্পতিবার (১২ই মে) একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অর্জন বিএনপি চোখে দেখে না, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের জনগণকে দেখানোর মতো বিএনপির এমন কোন উন্নয়ন নেই, তাই হুংকার দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে যারা বিদেশে অর্থ পাচার করে, তাদের চিহ্নিত করার আহবান জানিয়েছেন তিনি

গত ১৩ বছরের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের তুলনা করে সাধারণ সম্পাদক বলেন, এতো উন্নয়ন- অর্জন, শুধু মাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। দেশের এতসব উন্নয়ন অর্জন বিএনপি চোখে দেখে না, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অর্জন ধরে রাখতে হলে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি আরো বলেন, হুংকার দিয়ে লাভ নেই। দেশের জনগণকে দেখাবার মতো আপনাদের এমন কোন উন্নয়ন নেই। তাই সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করুন। শেখ হাসিনা সারা দেশে আলোয় আলোকিত করেছেন। বিএনপি নেতাদের চোখে ঠুলি পড়েছে।