রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দক্ষিণ কোরিয়াকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে কোরিয়ার সম্পর্ক কাজে লাগানোর আহবানও জানান তিনি।

দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ৫০ বছরের সম্পর্ক শীর্ষক আলোচনায় তিনি এ আহবান জানান। দেশে কোরিয়ান বিনিয়োগ এবং দেশটির বিভিন্ন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প ব্যয় কমাতে এগুলো যথাসময়ে এবং দ্রত শেষ করতে কোরিয়া তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

এসময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন দু’দেশের সম্পর্ক জোরদার করতে ভূমিকা রাথার কথা বলেন।