যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অধিকাংশ বেসামরিক মানুষের হতাহতের জন্য রাশিয়াকে দায়ী করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট জানান, বেশিরভাগ বেসামরিক নাগরিকদের হতাহতের দায় রুশ বাহিনী ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর। মিশেল ব্যাচেলেট আরও বলেন, যদিও এই ধরনের ঘটনাগুলোতে সংঘাতের জন্য উভয় পক্ষকেই দায়ী করা যেতে পারে, তবে এই হতাহতের বেশিরভাগই রুশ সশস্ত্র বাহিনী এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির জন্য হয়েছে।

ইউক্রেনের বুচা, ইরপিন ও মারিউপোলের উদাহারণ তুলে ধরে তিনি জানান, এসব এলাকায় নির্দোষ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী।