সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখনই কিনছেন না বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। এই চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। এর জন্য টুইটারের ফেক অ্যাকাউন্ট নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন টেসলা প্রধান।

শুক্রবার (১৩ই মে) এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি সম্পন্নের প্রক্রিয়া স্থগিত থাকবে।

এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এজন্য ব্যাংক থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণ ঋণও নিয়েছেন তিনি।

সেই ঋণ পরিশোধজনিত চাপ কমাতে কোম্পানির দায়িত্ব প্রহণের পর বেশ কয়েকজন কর্মীকে মাস্ক ছাঁটাই করবেন বলে গুজব ছড়িয়েছিল; কিন্তু আপাতত মাস্ক ক্রয় বিষয়ক চুক্তি স্থগিত করায় দ্রুত কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা আপাতত নেই।