মাত্র ৪৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ডু সাইমন্ডস। স্থানীয় সময় শনিবার (১৪ই মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিলে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক এই তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার। অকালে এই তারকার মৃত্যুতে শোকাহত গোটা ক্রিকেট বিশ্ব। খেলোয়াড় থেকে শুরু করে ভক্তরা শোক জানাচ্ছেন সাইমন্ডসের মৃত্যুতে।

সাইমন্ডস স্মরণে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। এছাড়া কালো ব্যাচ পরিধান করেছে বাংলাদেশ দল।

অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট সতীর্থের মৃত্যুতে এক টুইটে লিখেছেন, ‘এটা সত্যিই খুব বেদনাদায়ক।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের কাছে প্রিয় ‘সিম্মো’র মৃত্যুর খবর অবিশ্বাস্য ঠেকছে, ‘সিম্মো এটা এখনো বাস্তব মনে হচ্ছে না।’

ভারতের হরভজন সিং টুইট করে শোক জানিয়ে লিখেছেন, ‘সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। খুব দ্রুতই চলে গেলে। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য রইল সমবেদনা। বিদেহী আত্মার জন্য প্রার্থনা।’

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। মাঠে ও মাঠের বাইরে তার সাথে আমার দারুণ সম্পর্ক ছিল।’

এছাড়াও তার সাবেক সতীর্থসহ বর্তমান ক্রিকেটার, ধারাভাষ্যকার, আম্পায়ার, ভক্তরা শোক ও সমবেদনা জানিয়েছেন সাইমন্ডস ও তার পরিবারের প্রতি।