অপচয় রোধ করে গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন এবং সম্পদ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ায় আহ্বানও জানান তিনি। এসডিজি’র বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন উপলক্ষে আজ সোমবার (১৬ই মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী

এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের যোগান অব্যাহত রাখবো, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয়রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্র“তি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি- আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করলে ২০৩০ এর আগেই আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনে এবং ২০৪১ সালের পূর্বেই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব।’

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ই সরকারের প্রধান লক্ষ্য। সেজন্য সরকার এসডিজি বাস্তবায়নে শুধুমাত্র আর্ন্তজাতিক লক্ষ্যমাত্রাকেই গুরুত্ব দেয় না বরং তার সাথে মিলিয়ে দেশীয় প্রেক্ষপটে গুরুত্ব বিবেচনায় পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পিত উদ্যোগের ফলে দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সকলকে দেশীয় উৎপাদন বাড়ানো এবং সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

উন্নয়ন নিয়ে যারা সমালোচনা করে তাদের দেশটা ঘুরে দেখার আহ্বান জানান সরকার প্রধান। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।