বিএনপিকে মানুষ ‘হত্যা ও সন্ত্রাসীর রাজনীতি’ ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক।  সোমবার (১৬ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্রকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।  গণতন্ত্রের নামে নৈরাজ্য আর জনগণকে হয়রানি করার জন্য বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় আসে। এরা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশ উন্নয়নের বদলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে দেশে আইন শৃংঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশবিরোধী জোটের ষড়যন্ত্র ঠেকাতে আওয়ামী লীগ কর্মীরাও সর্বদা প্রস্তুত রয়েছে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নেত্রীর নির্দেশনা রয়েছে আগামী নির্বাচন হতে হবে ভোটের মাধ্যমে, সুষ্ঠ পরিবেশে। তাই আসুন সকলেই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- পলাশ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।