ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময়  বেশ কিছু গুলিও উদ্ধার করা হয়।  মঙ্গলবার (১৭ই মে) দুপুরে আশ্রমপাড়া এলাকার বাসিন্দা আবু হানিফের একটি নতুন পাকা ভবনের কাজ করার সময় এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর  হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে শহরের আশ্রমপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা ভবন নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। এসময় সেখানে শ্রমিকরা মাটি খুঁড়–তে গিয়ে একটি ট্রাঙ্ক উদ্ধার করে। পরে ট্রাঙ্কের ভিতর অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪টি থ্রি-নট-থ্রি রাইফেল ও ৩টি এসএলআর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। মুক্তিযুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

বাড়ির মালিক মোহাম্মদ হানিফ জানান, এক বছর আগে তিনি চারশতক জমি ক্রয় করেন। নতুন বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন। দুপুরে জমিটির দক্ষিণ-পূর্ব কোণে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা ট্রাঙ্কের ভেতর অস্ত্রের খোঁজ পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।