খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের বক্তব্য অশালীন ও অরাজনৈতিক। ক্ষমতাসীনরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির উৎসবে মেতেছে। বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাবের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তোমরা হাজার হাজার কোটি টাকা লুট করবা আর এর দায়ভার কেন জনগণ বহন করবে?’
দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মীসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯শে মে) নীলফামারি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির আলাদা কর্মী সভায় আগামী দিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি।
দেশে চার মাসের রিজার্ভ রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অর্থনীতি ধ্বংসের পথে। ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। টাকার মান কমে যাচ্ছে। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব নিয়ে মাথাব্যথা নেই সরকারের।’ সংসদ ভেঙে দেওয়ার ও নিরপেক্ষ সরকার গঠন করে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপির মহাসচিব।
এসময় খালেদা জিয়া এবং ডক্টর ইউনুস সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান ফখরুল।পদ্মা সেতু কারো বাপের টাকায় তৈরি না মন্তব্যে করে মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে মানুষের কাছে টাকা নিয়ে এই সেতু তৈরি করা হয়েছে। এখানেও তারা লুটপাট করেছে, ১০ হাজার কোটি টাকার কাজ ৪০ হাজার কোটি টাকায় করেছে।’