নাটোর জেলায় মিষ্টি জাতের আম বাজারজাত শুরু হয়েছে। চলতি বছর অতিরিক্ত খরার কারণে আমের উৎপাদন ভালো হয়নি বলে দাবি করেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, গত কয়েকদিনের বৃষ্টিপাত আমের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। গাছ থেকে আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন ও চাষী সমাবেশ করেছে প্রশাসন। আজ শনিবার (২১শে মে) সকালে জেলার বৃহৎ আমের মোকাম আহমেদপুর আড়তে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে আহমেদপুরের একটি বাগানে গাছ থেকে আম নামিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা। পরে তারা সমাবেশে বক্তব্য রাখেন।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৭৪০ হেক্টর জমিতে আম বাগানে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৩২২ কোটি টাকা।

এর আগে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে আজ ২১শে মে থেকে গোপালভোগ জাতের আম নামানোর মধ্য দিয়ে আম সংগ্রহের সময় বেঁধে দেয় প্রশাসন।

এছাড়া রাণী পছন্দ ও লক্ষণভোগ ২৫শে মে, খিরসাপাত ৩০শে মে, ল্যাংড়া ৫ই জুন, মোহনভোগ ১৫ই জুন, ফজলী, হাড়িভাঙ্গা এবং আম্রপলি ২০শে জুন, মল্লিকা ৩০শে জুন, বারি-৪ ১০ই জুলাই ও আশ্বিনা ১৫ই জুলাই। আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ই আগস্ট।