দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। আজ রোববার (২২শে মে) দুপুর ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামে তার বহনকারী বিমান।

দুই দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বার্কলে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন কাঠামো ঘুরে দেখবেন তিনি। পরিদর্শন করবেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।  বার্কলের সৌজন্যে একটি নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সন্ধ্যায় হবে এটি।

২০২০ সালের ২৫শে নভেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বার্কলে। ১৬ সদস্য দেশের মধ্যে ১১ দেশের ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনিই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনের অধিকারী।