রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে চীন, ভারতসহ এশিয়া ও আশিয়ানভূক্ত দেশগুলোর জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন, বাংলাদেশ সফররত জাতিসংঘের শরনার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি ।

আজ বুধবার (২৫শে মে) রাজধানীর একটি হোটেলে সফরের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান তিনি। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই এখন এই সমস্যার একমাত্র সমাধান বলেও জানান তিনি।

তবে বিষয়টি একটু জটিল উল্লেখ করে গ্রান্ডি বলেন, বিভিন্ন মহলের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্র তৈরী করতে জাতিসংঘ কাজ করছে।