নেপালে ২২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আজ রোববার (২৯শে মে) সকাল ১০টার দিকে পোখরা থেকে জমসমে যাওয়ার পথে নিখোঁজ হয় উড়োজাহাজটি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। এতে ১৯ যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।

সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ উড়োজাহাজটি পোখরা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চার ভারতীয় ছাড়াও উড়োজাহাজে তিন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা সবাই নেপালের নাগরিক ছিল বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র খবরে বলা হয়েছে, সর্বশেষ উড়োজাহাজটিকে নেপালের মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা মনে করছেন, প্লেনটি পাহাড়ি মুস্তাং জেলার তিতি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এলাকাটি হিমালয় অঞ্চলের পঞ্চম বৃহত্তম জেলা ও মুক্তিনাথ মন্দিরের তীর্থস্থান।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেছেন, ‘নেপালের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার লেটে, মুস্তাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই অঞ্চলেই তারা এয়ারের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।’