প্রার্থীদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই প্রতিযোগীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রোববার (২৯শে মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, কুমিল্লার এই নির্বাচনকে মডেল হিসেবে দেখাতে চাই আমরা। আমরা সুষ্ঠু ভোট আয়োজন করে দেখাতে চাই দেশে ভোটের পরিবেশ আছে। সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগীতা প্রত্যাশা করে প্রার্থীদের অহিংস পদ্ধতিতে মাঠে থাকার আহ্বান জানান তিনি। এসময় কেউ ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে পেশিশক্তির ব্যবহার করলে ভোট বন্ধ করে দেয়ার কথাও বলেন সিইসি।

সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে যদি কেউ শক্তি প্রয়োগের চেষ্টা করেন, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। যদি কেউ অনেক বেশি শক্তি ব্যবহার করতে চান সে ক্ষেত্রে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার হিসেবে আমাদের কিছু ক্ষমতা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের প্রার্থিতাও বাতিল করতে পারি। তাই আশা করবো আপনারা প্রার্থিতা বাতিলের মতো কোনো আচরণ করবেন না।

‘কুমিল্লার একটি সুনাম রয়েছে, সে সুনাম অক্ষুণ্ন রেখে আপনারা কাজ করবেন। আমরা কুমিল্লায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আশা করি সে শৃঙ্খলা বজায় রাখবেন- যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।’