নেপালের নিখোঁজ হওয়া বিধ্বস্ত বিমানটির ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। গত রোববার দেশটির তারা এয়ারের একটি প্লেন ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে বিমানটির সাথে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই এলাকারে এক জেলা কর্মকর্তা জানান, খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারা স্থানীয় জনগণকে নিয়ে বিমান দুর্ঘটনার স্থান শনাক্তের চেষ্টা করছেন। আবহাওয়ার উন্নতি হলে সেখানে হেলিকপ্টারের টহল দেওয়া হবে। যে এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে কোনো মনুষ্যবসতি নেই।

প্রসঙ্গত, প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।