চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিক্ষোভ ও শাটল ট্রেন অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (দোসরা জুন) সকাল সাড়ে ১০টার শাটল ট্রেন আধাঘণ্টা অবরোধ করে রাখেন। নগরীর ষোলশহর রেলস্টেশনের লাইন অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৬ মাস ধরে তারা আন্দোলন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সবখানেই আমরা তাদের দাবির বিষয়ে অবহিত। একমত হলেও কোনো পদক্ষেপ না নেয়ার ক্ষোভ জানান তারা। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণে বার বার আশ্বাস দিলেও কার্যত কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ জানান শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা করোনাকালীন ব্যাচ। করোনা পরিস্থিতি মোকাবিলার পর অটোপাশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিট চাচ্ছি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হোক। এটা আমাদের অধিকার।

তারা বলেন, শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে বইয়ের সঙ্গে, রাস্তায় আন্দোলনের সঙ্গে নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছসহ সব বিশ্ববিদ্যালয় করোনাকালীন ব্যাচের ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে।

ষোলশহর স্টেশনের মাস্টার ফখরুল আলম পারভেজ বলেন, তারা রেললাইনে নেমে আন্দোলন করছিলো। তবে ট্রেন বিলম্ব হয়নি। ক্রসিংয়ের কারণে কিছুটা দেরি হয়েছে যেটা অন্য সময়ও হয়।

এর আগেও বিভিন্ন সময় চট্টগ্রাম প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।