বাংলাদেশি করà§à¦®à§€à¦°à¦¾ জà§à¦¨ মাস থেকেই মালয়েশিয়ায় যেতে পারবেন। পাà¦à¦š বছরে ৫ লাখ করà§à¦®à§€ নেয়ার কথা বলেছে দেশটি। পà§à¦°à¦¥à¦® বছরে দà§à¦‡ লাখ করà§à¦®à§€ যাবেন। সরà§à¦¬à¦¨à¦¿à¦®à§à¦¨ বেতন ৩০ হাজার টাকা (১৫০০ রিংগিত) বলে জানিয়েছেন পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¦•à¦²à§à¦¯à¦¾à¦£ ও বৈদেশিক করà§à¦®à¦¸à¦‚সà§à¦¥à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ ইমরান আহমদ।
বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° (২ জà§à¦¨) বিকেলে পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¦•à¦²à§à¦¯à¦¾à¦£ মনà§à¦¤à§à¦°à¦£à¦¾à¦²à§Ÿà§‡ মালয়েশিয়ার পà§à¦°à¦¤à¦¿à¦¨à¦¿à¦§à¦¿ দলের সঙà§à¦—ে জয়েনà§à¦Ÿ ওয়ারà§à¦•à¦¿à¦‚ গà§à¦°à§à¦ªà§‡à¦° বৈঠক শেষে ঠকথা জানান মনà§à¦¤à§à¦°à§€à¥¤ মালয়েশিয়ার মানবসমà§à¦ªà¦¦à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ à¦à¦® সারাà¦à¦¾à¦¨à¦¾à¦¨ ও দেশটির পà§à¦°à¦¤à¦¿à¦¨à¦¿à¦§à¦¿ দল বৈঠকে অংশ নেন।
মনà§à¦¤à§à¦°à§€ বলেন, আগামী পাà¦à¦š বছরে ৫ লাখ করà§à¦®à§€ নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। পà§à¦°à¦¥à¦® বছর দà§à¦‡ লাখ। তবে আমার কাছে মনে হচà§à¦›à§‡ তাদের যত করà§à¦®à§€à¦° চাহিদা, তাতে পà§à¦°à¦¥à¦® বছরই পাà¦à¦š লাখ লোক যাবে।
তিনি বলেন, ‘আমি মনà§à¦¤à§à¦°à§€ হওয়ার পর à¦à§‡à¦¬à§‡à¦›à¦¿à¦²à¦¾à¦® মালয়েশিয়ার বাজারে করà§à¦®à§€ পাঠাতে পারব না। হয়তো বà§à¦¯à¦°à§à¦¥ হয়েই বাড়ি ফিরব। আজ à¦à¦•à¦Ÿà¦¿ সমà¦à§‹à¦¤à¦¾à§Ÿ à¦à¦¸à§‡à¦›à¦¿à¥¤ জà§à¦¨ মাসের মধà§à¦¯à§‡ করà§à¦®à§€ পাঠানো শà§à¦°à§ করব।’
আজ আমাদের মধà§à¦¯à§‡ সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ হয়েছে। তারা বনà§à¦§ সেকà§à¦Ÿà¦°à¦—à§à¦²à§‹ খà§à¦²à¦¬à§‡à¥¤ বেতন ৩০ হাজার ৪০০ টাকা (১৫০০ রিংগিত) হবে। তাদের করà§à¦®à§€ তালিকা দেওয়া হবে, সেখান থেকে যাবে। তাদের সিলেকশন অনà§à¦¯à¦¾à§Ÿà§€ মেডিকেল হবে।
মনà§à¦¤à§à¦°à§€ বলেন, কোনো সিনà§à¦¡à¦¿à¦•à§‡à¦Ÿ নয়, আমরা তাদের দেশের সব বৈধ রিকà§à¦°à§à¦Ÿà¦¿à¦‚ à¦à¦œà§‡à¦¨à§à¦¸à¦¿à¦° তালিকা পাঠিয়েছি। à¦à¦Ÿà¦¿ পছনà§à¦¦ তাদের। তারা লোক নেবে তাদের পছনà§à¦¦à§‡à¥¤
খরচের বিষয়ে মনà§à¦¤à§à¦°à§€ বলেন, মালয়েশিয়ার মনà§à¦¤à§à¦°à§€ আমাদের বলেছেন যে, তারা জিরো খরচে লোক নিতে চেষà§à¦Ÿà¦¾ করবেন। আশা করছি আগের যে হিসাব à¦à¦• লাখ ৬০ হাজার টাকার যে কথা ছিল à¦à¦¬à¦¾à¦° তার চেয়ে কম হবে।
আসা-যাওয়ার টিকিট, মালয়েশিয়ায় কোà¦à¦¿à¦¡-১৯ পরীকà§à¦·à¦¾, কোয়ারেনà§à¦Ÿà¦¾à¦‡à¦¨, থাকা-খাওয়াসহ বিà¦à¦¿à¦¨à§à¦¨ খরচ নিয়োগদাতা বহন করবে। বাংলাদেশের অংশে পাসপোরà§à¦Ÿ, মেডিকেলসহ অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯ খরচ করà§à¦®à§€à¦•à§‡ বহন করতে হবে।