রাশিয়ার পরিচালিত একটি প্লেন দুইশ আরোহীসহ শ্রীলঙ্কায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার মস্কোর উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ আগে প্লেনটি আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের শীর্ষ কর্মকর্তা। খবর এএফপি।

এরোফ্লিট এয়ারবাস এ৩৩০ প্লেনটি বৃহস্পতিবার মস্কো থেকে শ্রীলঙ্কায় পৌঁছায়। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান কলম্বো বাণিজ্যিক আদালতের আদেশ অনুসরণ করে প্লেনটিকে ফেরত যেতে দেওয়া হয়নি।

রাশিয়ার পতাকাবাহী এয়ারলাইন্স এরোফ্লিট গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আরোপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এপ্রিলে কলম্বোয় কার্যক্রম ফের শুরু করে এয়ারলাইন্সটি।

নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জব্দ এড়াতে বিদেশে নিবন্ধিত ভাড়া করা প্লেন দিয়ে ফ্লাইট পরিচালনার সুপারিশ করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তবে শ্রীলঙ্কায় আটক হওয়া এসইউ২৮৯ ফ্লাইটটির সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার ওই কর্মকর্তা বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এসইউ২৮৯ আটকে দেওয়ার আদেশ পেয়েছে। আমরা কারণ জানি না কিন্তু শুনেছি এর সঙ্গে বাণিজ্যিক বিরোধের সংশ্লিষ্টতা রয়েছে।’

বিমানবন্দরের প্রতিনিধিরা জানিয়েছেন, সব যাত্রী এবং ক্রু প্লেন থেকে নেমেছেন এবং তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।