জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৫ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দেন। এছাড়া করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আজকের অধিবেশনে বেশি সংখ্যক এমপি যোগ ‍দিয়েছেন। তবে বিদেশে চিকিৎসারত থাকায় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ অনুপস্থিত রয়েছেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে। তবে স্পিকার চাইলে সংসদের অধিবেশন বাড়াতে বা কমাতে পারবেন।

এটি চলমান জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। গত ১৮ মে (বুধবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। চলমান এ অধিবেশনের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যবিধি মানা হলেও আগের মতো কড়াকড়ি থাকবে না। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। আর এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং সাংবাদিকদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

প্রথমদিনের বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর শোকপ্রস্তাব উত্থাপন করেন তিনি। প্রথমদিনের বৈঠকে স্বাস্থ্য, নৌ-পরিবহন, ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বসম্পন্ন (৭১ বিধি) বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তির বিষয়টি কার্যসূচিতে রয়েছে। তবে এ দুটি কার্যক্রমের মধ্যে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও ৭১ বিধি স্থগিত হতে পারে।

প্রথমদিনের বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল-২০২২, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২-এর রিপোর্ট উপস্থাপন করা হবে। এছাড়া এদিনে বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স ১৯৮৫ রহিত করে নতুন করে বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল ২০২২ উত্থাপন করা হবে। পরে বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল ২০২২ পাস হবে।