গত ২১শে মে প্যারিসের বাস্তিল শহরে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে কে বা কারা তার কর্মস্থলে আহত করে ফেলে যায়। পরে হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। দীর্ঘ দুই সপ্তাহ পর পুলিশ এখনও কোনো আসামি গ্রেফতার না করায় প্রবাসি বাংলাদেশিরা সোহেল রানা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় রোববার (৫ই জুন) বিকালে রানার কর্মস্থল প্যারিসের বাস্তিল চত্বরে বিক্ষোভের জন্য কয়েক হাজার বাংলাদেশি জড়ো হন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিক্ষোভে কর্মসূচি শুরু হয়।

ফ্রান্স থেকে প্রবাসী বাংলাদেশি বদরুল বিন আফরুজ জানান,  প্রবাসীরা বিক্ষোভে স্লোগান দেন ‘জাস্টিজ পুখ’ ‘সোহেল হত্যার বিচার চাই বিচার চাই’। মিছিলটি বাস্তিল থেকে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন দেশের অভিবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ হত্যার প্রতিবাদে সামিল হন।

আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশি অনেকেই বলেন, যদি আজ প্রতিবাদ না করা হয় তাহলে এমন ঘটনা কাল আবারও ঘটতে পারে। আগামীতে যেন কোনো বাংলাদেশির ওপর এমন হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে দাবি জানানো হয়।

ফ্রান্সের স্থানীয় জনপ্রতিনিধি কৌশিক রব্বানী জানান, ‘ইদানীং প্রবাসী বাংলাদেশিরা প্যারিসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। এদেশের সরকারের কাছে এখন একটায়ই দাবি আমাদের প্রবাসী বাংলাদেশীরা আগামী দিনগুলোতে যেন আর কোন ধরনের হামলার শিকার না হয়।’