চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ৮ আসামির কাউকেই এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিএম কন্টেইনার ডিপোর কর্মকর্তাসহ ৮ জন এই মামলার আসামি। অগ্নিদুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে ৮ জনের নাম উলে­খ করে ও একাধিকজনকে অজ্ঞাত আসামি করে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলার তদন্তকাজ শুরু হয়েছে।

এদিকে, আজও ডিপোতে ক্ষতিগ্রস্ত কন্টেইনার সরানোর কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। বুধবার কন্টেইনার সরাতে গিয়ে আরো একজনের দেহাবশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, অগ্নিকাণ্ডে আহত আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।