এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ায় ন্যাশনাল স্টেডিয়াম বুকেট জলিলে আজ (শনিবার) প্রথমার্ধে ১-১ গোলে সমতায় শেষ করলেও শেষ অবধি ২-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। এই হারে এশিয়ান কাপে খেলার যোগ্যতা হারাল কোচ হ্যাভিয়ের ক্যাববেরার দল।

প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে হারা বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। তাই তুর্কমেনিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণে উঠে। কিন্তু তাতে হয় হিতে-বিপরীত। উল্টো সপ্তম মিনিটে গোল খেয়ে বসে। তবে বাংলাদেশ মিনিট পাঁচেক পরেই লড়াইয়ে ফেরে। ১২তম মিনিটে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। প্রথমার্ধের বাকি সময়ে দু’দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে কেউ লক্ষ্যভেদ করতে পারেনি।

শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তুর্কমেনিস্তান। তবে দ্বিতিয়ার্ধে আক্রমণে এগিয়েই ছিল বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ করলেও প্রতিবারই গোলমুখে জোড়ালো শট নিতে ব্যর্থ হন জামালরা। এরমাঝে ৭৭তম মিনিটে আমানুরের গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান।

ম্যাচের ৮৯তম মিনিটে ম্যাচ সমতায় আনার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। বক্সের মধ্যে বাংলাদেশের তিন ফুটবলার গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি। নিশ্চিত গোলের সুযোগ মিস করে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

এই হারে কার্যত এশিয়া কাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের।এই হারের পরও নতুন করে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ম্যাচে তাদের আগ্রাসী মনোভাব জানান দিচ্ছিল নতুন দিনের। নিজেদের শেষ ম্যাচে আগামী ১৪ জুন স্বাগতিক মালেয়শিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।