পদ্মা সেতু এখন বাস্তব এটা মেনে নিতে না পেরে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার (১৩ই জুন) মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ১৪ দল আয়োজিত স্মরণসভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজন পণ্ড করতে লঞ্চে-ট্রেনে আগুন দিয়ে আবারো আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বানও জানান তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্মরণসভায় বক্তারা মোহাম্মদ নাসিমের কর্মকান্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে।

তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীর করতে পাঁয়তারা করছে বিএনপি।

এ সভায় ১৪ দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে মহানবীকে নিয়ে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আবার আন্দোলনের নামেও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। কোন অশান্তি হলে সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা দেন জোট নেতারা।