আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে সিলেট মহানগরী। আজ সুরমা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফলে সিলেট শহরের নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকেছে। নগরীর তালতলা, কালিঘাট, সোবহানীঘাট ও শাহজালাল উপশহরের নিচু রাস্তাগুলো তলিয়ে গেছে পানিতে। এতে আবারো ভোগান্তিতে পড়েছেন সিলেট নগরীর বাসিন্দারা। কালিঘাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠেছে।
সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভপুর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলা সদরের সাথে ছাতক ও তাহিরপুর উপজেলার।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
এদিকে কুড়িগ্রামের রৌমারি ও চররাজিবপুর উপজেলায় সড়ক থেকে এখনো পানি নামেনি। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। লালমনিরহাটেও ফের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে।