কুমিল­া সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র কুসিকের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।

বিজয়ী হওয়ার পর আরফানুল হক রিফাত এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমি মেয়রের শপথ নেওয়ার পর আমার প্রথম দায়িত্ব হবে এ যাবত গত এক দশকে সিটি করপোরেশনে যত রকমের দুর্নীতি হয়েছে সেগুলোর শ্বেতপত্র প্রকাশ করা। আমি চাই আমি যখন থাকব না, আমিও যদি দুর্নীতি করে থাকি আমার বিরুদ্ধেও শ্বেতপত্র প্রকাশ করা হোক। কেউ যেন দুর্নীতি করতে না পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই জায়গার মানুষ আমাকে লাইক দিয়েছে। এই রায় আমি মেনে নিয়েছি। আমি সন্তুষ্ট।

তিনি আরও বলেন, কুমিল­াবাসীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা ও যানজট। এই দুইটা সমস্যা সমাধানে এক বছরের সময় চাচ্ছি। এই সময়ের মধ্যে এই দুটি সমস্যা সমাধান করব।