মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৬ই জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে কেবিনে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারসহ কার্ডিওলজিস্টরা দেখার পর সিসিইউ’র সুযোগ-সুবিধা কেবিনে সংযুক্ত করে খালেদা জিয়াকে কেবিনে নেয়া হয়। সেখানেই তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় চূড়ান্ত করা হবে।
বুকে ব্যথা নিয়ে গত ১০ই জুন মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এরপর এনজিওগ্রামে খালেদা জিয়ার ব্লক ধরা পরায় মেইন আর্টারিতে রিং পরানো হয়।