নওগাঁ সদর উপজেলার বাবলাতলী এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আজ শুক্রবার (২৪শে জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে ঐ সিএনজিটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন শিক্ষক ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে  নেয়ার পথে মারা যান আরও দু’জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতদের মধ্যে চারজন শিক্ষক।