পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ধীরে চলাচল করছে ফেরি। এতে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘাট এলাকায় ছোট গাড়ি, বাস ও পণ্যবাহী ট্রাক মিলে নদী পারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যানবাহন।
শুক্রবার (২৪ জুন) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৫ কিলোমিটার ও গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত সড়কে যানবাহনের সারি দেখা গেছে।
এসময় প্রতিটা ট্রাককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফেরির নাগাল পেতে। সময় মতো মালামাল পরিবহন করতে না পেরে বিপাকে পড়ছেন চালকরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। নদী স্রোত থাকায় ফেরিগুলো চলাচল ব্যাহত, সময় বেশি লাগাসহ ট্রিপও কমে যায়। তবে এ ক্ষেত্রে ছোট গাড়ি ও বাসের তুলনায় ট্রাকচালক ও সহযোগীদের ভোগান্তির মাত্রাটা একটু বেশি হয়।
তিনি আরও বলেন, আগামীকাল পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীর ঢাকার সঙ্গে যাতায়াতের দুটি মাধ্যম চালু থাকবে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের কিছুটা হলে যানবাহনের চাপ কমবে। এতে যাত্রীদের ভোগান্তিও থাকবে না বলে তিনি জানান।