জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেন প্রেসিডেন্টর ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বানও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে ফিনল্যান্ড এবং সুইডেনের পক্ষে সমর্থন জানাতে সম্মত হয়েছে তুরস্ক। এমন উদ্যোগে তিনটি দেশকেই অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে হলে সব সদস্য দেশগুলোর সমর্থন প্রয়োজন। কেউ ভেটো দিলে তা বাতিল হয়ে যায়। ফিনল্যান্ড ও সুইডেন বাকি সদস্যদের সমর্থন পেয়েছিলো আগেই, শুধু তুরস্ক ছাড়া। স¤প্রতি, তুরস্কের ওপর সুইডেন ও ফিনল্যান্ড অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এরপর ন্যাটোর সদস্য হতে দুই দেশকে সম্মতি জানায় তুরস্ক।
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ জানান, বুধবার আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিতে ফিনল্যান্ড এবং সুইডেনকে আমন্ত্রণ জানানো হবে। এই উদ্যোগের জন্য তিন দেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনকে ‘সন্ত্রাসী’ হিসেবে অখ্যায়িত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম ইউরোপ ও এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ার আগেই দেশটির হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বানও জানান তিনি।
এদিকে, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায়, ইউক্রেনের খেরসন শহরের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনের এই অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রিত। মাইকোলাইভের গভর্ণর জানান, শহরটির একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছে।
অন্যদিকে, ক্রেমেনচুকের শপিংমলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ইউক্রেন এই হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও, তা প্রত্যাখান করেছে মস্কো।