একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই উপজেলার শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরও তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

মহান মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগে হবিগঞ্জের শফি উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে ২০১৬ সালে তদন্তু শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৮ সালের ২১শে মার্চ তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর গত ১৭ই মে ট্রাইব্যুনাল এ মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রেখে ছিল। বৃহস্পতিবার ট্রইব্যুনাল রায়ে পাঁচ আসামির মধ্যে পলাতক শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং জাহেদ মিয়া, সালেক মিয়া ও তাজুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি পলাতক সাব্বির আহমেদকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।

তবে আসামি পক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জানান।