প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বর্ণদুয়ার হবে পদ্মা সেতু। এতে বিভিন্ন দেশের সাথে বহুমুখী যোগাযোগ যেমন বাড়বে, তেমনি আমূল পরিবর্তন আনবে দেশের অর্থনীতিতে। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরো বলেন, দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।
২০২২-২৩ অর্থ বছরের বাজেট পাসের পর সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দেশের বড় অর্জন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর মধ্যদিয়ে দেশের উন্নয়নের স্বর্ণ দুয়ার উন্মোচিত হলো।
দেশের অনেকের মনে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ার কারণ নিয়ে প্রশ্ন জাগায় সংসদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এর কারণ ব্যাখ্যা করেন। বলেন, নানা প্রতিকূলতায় পদ্মা সেতুর কাজ পিছিয়ে যাওয়া এবং দফায় দফায় এর নকশা পরিমার্জনা, ভূমি অধিগ্রহণ ও বহুমুখী ব্যবহারের কেন্দ্রে পরিণত হওয়ায় এর ব্যয় বেড়েছে।
পদ্মা সেতু কেবল মানুষে মানুষে সেতুবন্ধনই রচনা করেনি, আত্মবিশ্বাসী করে তুলেছে। বিভিন্ন দেশের সাথে যোগযোগ দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার আত্মবিশ্বাসকে সাথে নিয়ে দেশের উন্নয়ন এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।
পরে পদ্মা সেতু নিয়ে বক্তব্য রাখেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
পরে অধিবেশন সমাপ্তির জন্য দেয়া রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার। এর মধ্যদিয়ে বাজেট অধিবেশন শেষ হয় ।