সাংবাদিকদের ডাটাবেস তৈরি করছে সরকার। নামমাত্র ও গায়েবি পত্রিকা বন্ধের উদ্যোগও নেয়া হয়েছে। এতে ভুঁইফোড় এবং অসাংবাদিকদের চিহ্নিত করা সহজ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ রোববার (তেসরা জুলাই) বাংলাদেশ সম্পাদক ফোরামের সাথে আলোচনা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নামমাত্র ও গায়েবি পত্রিকা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ভুঁইফোড় এবং অসাংবাদিকদের চিহ্নিত করতে সাংবাদিকদের ডাটাবেস তৈরি করছে সরকার।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ বছর ধরেই শুনে আসছি ঈদের পরে আন্দোলন। এসব কথা বলে বিএনপি জনগনের কাছে নিজেদের হাসির বস্তু করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।