হাজারটা পদ্মা সেতু করলেও আওয়ামী লীগ মানুষের আস্থা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি আহŸান জানান তিনি। বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির কারনেই দেশব্যাপী লোডশেডিং শুরু হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মঙ্গলবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি মহাসচিব।

দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে সরকার। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সকল দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বললেও ক্ষমতাসীনদের সদিচ্ছার অভাবে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

সারাদেশে বিদ্যুতের ঘাটতি সরকারের দুর্নীতির ফসল বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। পরে, বন্যার্তদের সহায়তায় দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন বিএনপি মহাসচিব।