বরিশালের বাকেরগঞ্জে পানিতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার চরগজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-আলো বেগম (৬০), মাজেদা বেগম (৬৫) ও মারিয়া আক্তার (১১)। এদের মধ্যে মারিয়া আক্তার হলো মাজেদা বেগমের মেয়ের ঘরের নাতি এবং আলো বেগম তার জা হয়।

জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ির পাশে আমরখালী চরে গরু আনতে গিয়ে তারা নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে আলো বেগমকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। বাকিদের মরদেহ সোমবার ভোরে উদ্ধার করা হয়। থানার ওসি আলাউদ্দিন মিলন এ তথ্য জানান।