চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৪ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। আজ (বুধবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, দুবাই থেকে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে অভিযান চালান। এসময় বিভিন্ন কার্টুনে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব ধরা পড়ে।

পরবর্তীতে ৭ হাজার ২৬২টি কার্টুন থেকে সাড়ে ১৪ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, এসব সিগারেটের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।