পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার মধ্যে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। আজ বুধবার (৭ই জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে  বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অল্প সময়ের মধ্যে পশু কোরবানি এবং বর্জ্য অপসারণ সঠিকভাবে যেন করা যায় সেজন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। করোনার এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

তিনি জানান, যেকোনো দুর্যোগের জন্য প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ১০ জন করে কমিটি করা আছে। এসময় সেই কমিটি মাঠে তৎপর থাকবে।