কোরবানির আর বাকী একদিন, সকাল থেকেই তাই জমজমাট রাজধানীর পশুর হাট। পছন্দের পশুকে ঘিরে দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। গেলো কয়েকদিন মাঝারি গরুর চাহিদা থাকলেও এখন বড় গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। তবে, এখনও সময় কিছুটা থাকায় দামে ছাড় দিতে চাননা অনেক বিক্রেতা।

ক্রেতাদের সরব উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজধানীর পশুর হাটগুলো। গত দুই দিনের চেয়ে হাটের চিত্রটা বদলেছে, বেড়েছে পশু বিক্রি।

পরিবারের সদস্যদের নিয়ে কোরবানির পশু কিনতে হাটে আসছেন অনেকে। দামে বনিবনা হলেই পছন্দের গরু-ছাগল নিয়ে বাড়ি ফিরছেন হাসিমুখে। অনেক ক্রেতার অভিযোগ, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা।

তবে, রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গুরুর তুলনায় বড় আকারের গরুর সংখ্যাই বেশি। বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। তাই দামও কিছুটা বেশি। ঈদের মাত্র একদিন বাকি থাকায় হাটে কেনাবেচা বেড়েছে বলে জানালেন ইজারদাররা।

এদিকে, রাজধানীর ২১টি কোরবানির পশুর হাটে কাজ করছে ২২টি মেডিকেল টিম।