ঈদের আগে শেষ দিনেও দেশজুড়ে কোরবানির পশুরহাটগুলো ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগরম। রাজধানীর কোরবানির পশুর হাটে আজও বেশ ভীড়। গেলো কয়েকদিনের মতো এদিনও ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দামও বেশি। তবে চাহিদা কম থাকায় বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারিরা।

গেলো ক’দিন দরদামে না মেলায় বা ভিড় এড়াতে যারা অপেক্ষায় ছিলেন তারা ঈদের আগের দিন ভিড় করছেন রাজধানীর কোরবানির পশুর হাটে। বেলা বাড়ার সাথে সাথে ভীড় আরও বাড়ে। এদিন,  অন্যান্য দিনের তুলনায় পশু বিক্রিও বেড়েছে।

অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কোরবানির পশু কিনতে হাটে  এসেছেন। পছন্দের গরু-ছাগল নিয়ে বাড়ি ফিরছেন হাসিমুখে। ক্রেতাদের অভিযোগ, গত কয়েকদিনের মতো আজও  ছোট ও মাঝারি গরুর দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা।

রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর তুলনায় বড় আকারের গরুর সংখ্যা বেশি। তবে চাহিদা কম থাকায় এবং দাম বেশি হওয়ায় বিক্রি হচ্ছে কম। এতে চিন্তিত ব্যাপারীরা। গরু বিক্রি হয়ে যাওয়ায় যেমন অনেক ব্যাপারি খুশি মনে বাড়ি ফিরছেন। আবার শেষ দিনেও অনেকে হাটে গরু নিয়ে আসছেন।

এদিকে, রাজধানীর আফতাবনগর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দ্রুত বর্জ্য পরিষ্কারের জন্য ইজারাদারদের নির্দেশনা দেন তিনি। কোরবানির বর্জ্য অপসারণে রাজধানীবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।