প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিনও রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন অনেকে। যানজট এড়াতে কিংবা ব্যক্তিগত কাজে যারা আগেভাগে যেতে পারেননি, তারা ছুটছেন আজ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভীড় দেখা গেছে যাত্রীদের। এদিকে, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এখন স্বস্তির নিশ্বাস।

ঈদের দিন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের চিত্র এটি। পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপনে নাড়ীর টানে আজও বাড়ির পথে ছুটছেন অনেকে। ছুটি না থাকা কিংবা ঈদযাত্রায় ভোগান্তি এড়ানোসহ নানা কারণে ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি, তারাই ফিরছেন এদিন।

ঈদের নামাজের পরপরই বাস টার্মিনালগুলোতে ভীড় করেন যাত্রীরা। এদিন বাসের সংকট ছিলো না। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকেই। এদিকে, ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা। ব্যস্ত নগরীর কোথাও নেই কোলাহল। যান্ত্রিকতা ও জনজটের নগরে বিরাজ করছে স্বস্তি।