অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে টালমাটাল শ্রীলংকা। অর্থনৈতিক সংকট সরকারের নীতিগত ব্যর্থতা অভিযোগে সরকার পতনের উদ্দেশ্য কয়েকমাস থেকে বিক্ষোভ করছে দেশটির জনগণ। শনিবার (০৯ জুলাই) ভিন্ন কৌশলে এবার তারা প্রেসিডেন্ট প্যালেস আক্রমণ করেন।

হাজার হাজার বিক্ষোভকারী এক সঙ্গে ঢুকে পড়েন প্রেসিডেন্ট প্যালেসে। তীব্র আন্দোলন আর জনরোষের মুখে প্যালেস ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা। এদিকে, বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রাসাদ ছেড়ে যাবেন না।

এরপরই প্রেসিডেন্ট প্যালেস রুপ নেয় প্রমোদ উদ্যানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিক্ষোভকারীদের যা কার্যকলাপ দেখা যায় তার চিত্র বেশ ভিন্ন। সুইমিংপুলে সাঁতার কেটে উল্লাস করতে দেখা যায় অনেকককে। কেউবা লনে বসে আনন্দ করেন। একজন বিক্ষোভাকারী সপরিবারে  প্রেসিডেন্ট প্রাসাদের ডাইনিং রুমে বসে দুপুরের আহারও সারেন।

প্রেসিডেন্টের বেডরুমে শুয়ে বসে থাকতে দেখা গেছে অনেককে। লনের আরাম কেদারায় বসে খোশমেজাজে গল্প করছে অনেকে। এ যেন এক পর্যটন কেন্দ্র।