ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সকাল থেকেই রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে মানুষের ভীড় দেখা গেছে। তবে ঝক্কি-ঝামেলা ছাড়াই ফিরতে পারায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা।

কমলাপুর রেল স্টেশনে বুধবার সকাল থেকে ঢাকায় ফিরে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন শেষে অনেকে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ আসছেন সপরিবারে। কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে এলেও, নিরাপদে ও স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি তারা।

বাস টার্মিনাগুলোতেও ছিলো ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। বাড়ি যাওয়ার সময় মহাসড়কে যানজটের শিকার হলেও, ফেরার পথে ভোগান্তি ছিলো না বলে জানান তারা। সদরঘাটে আসা লঞ্চগুলোতে গেলোদিনের তুলনায় ভিড় ছিলো কম। স্বস্তি নিয়েই ঢাকা ফিরছেন যাত্রীরা।

তবে ঢাকায় পৌঁছে নগরীর বিভিন্ন গন্তব্যে যেতে অনেককে পড়তে হয় যানবাহন সংকটে। গুণতে হয়েছে বাড়তি ভাড়াও।